অভিনন্দন মাহমুদ আরিফ ভাইয়া
এবং ইশরাত জাহান রুবাইয়া আপু
। সবাইকে মিষ্টির দাওয়াত।
লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ২৩ নভেম্বর, ২০১৪, ০৯:৩৮:৩৭ সকাল
হা হা হা একটি কৌতুক
খান ভাইয়ার পোষ্ট থেকে ইশরাতাপু এবং আমার দুষ্টু হাতুড়ি খাওয়া ব্লগার আরিফ ভাইয়ার বিয়ের খবর শুনে খুব খুশি এবং খুব খুব আনন্দিত হলুম
মহান আল্লাহ আপনাদের পারিবারিক জীবনকে সর্বাঙ্গীন সুখময় ও আনন্দময় করুন। দীনের জন্য আপনারা একে অপরের প্রতিবন্ধক নয় সহযোগী হবেন দোয়া করি। আল্লাহ আপনাদের কবূল করুন। দুনিয়া ও আখেরাতের সর্বোত্তম কল্যাণ দান করুন। আমিন
বিয়ে হয়েছে আর খান ভাইয়া মিস্টি দেয়নাই সেটা কি হয়?
ব্লগারদের জন্য মিস্টি রইলো
হাড়ি দেখলে শুধু কষ্ট লাগে থাক এই খুশিতে আর কষট নাই।
হারিকেন ইনসাফ করিও।
আর আমার খাওয়াতো ভাইয়ার জন্য পুরা দোকান দিয়া দিলাম
দুজনকেই খুব খুব অভিনণ্দন
আর ইসহাক খান ভাইয়াকেও জাজাকাল্লাহ আমাদেরকে আনন্দিত করার জন্য।
আমার দুষ্টু হাতুড়ি খাওয়া ব্লগার আরিফটা কই গেলোরে।
সব হাতুড়ি মাহমুদ আরিফ ভাইয়ার জন্য।
সব ব্লগারদের কাছে আন্তরিক দোয়া চাই।
বিষয়: বিবিধ
৩০৯৬ বার পঠিত, ১২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিবাহিত কাপলের জন্য
আর মিষ্টি কেমন হয়েছে তাও জানাবেন।
ছালছাবিল ভাইয়ের দেয়া প্রস্তাব মনে হয় মুক্তিযুদ্ধের কন্যা এখনো বিবেচনায় রেখেছে!
তবে আপনার কথাটা খারাপ হয়নি
অবশ্যই সবাইকে দাওয়াত দিবো
নবদম্পতির জন্য দোয়া করেছেনতো?
বিবাহিতদের জন্যে অনিশেষ শুভ কামনা!
আর এতো সুন্দর দাওয়াতী আয়োজনে অনেক ধন্যবাদ আপনাকেও!!!
আমি চাই খুব শীঘ্রই কাহাফ ভাইয়ার বিয়ের জন্যও আমরা দোয়া করবো।
এর জন্যে ইনশা আল্লাহ আরো ৪/৫ বছর অপেক্ষা করতে হবে হয়তো!
আপনাদের জন্যেও অগ্রিম দোয়া মহান আল্লাহর কাছে!
আপনিও একটু নিয়ত আগে করেন ভাইয়া।
আমি ও কিন্তু ব্লগারনী কে পেতে চলেছি
আর ভুলেও হারিকেনের দলে যাবেন না হারিকেনের দলে গেলে বুড়ো হওয়ার আগে বউ পাবেন ১০০% শিওর বললাম।
বাজারে তেলের দাম যা তাতে তোমাকে দেয়া তেলের পরিমান কমে যাবে । হা
অওন+হারিকেন ভাইয়ার যুদ্ধ চোলছে, যে জিতবে তার বিয়ে হবে
তবে মোরা একসাথেই
বিয়ে করতে চাই
@ ছালসাবিল ভাইয়া ভাই
উপরেতো লিংক দিয়েছি সেই লিংক থেকে।
আমি পোষ্ট এডিট করতে যাচ্ছি।
ডিলিট করলে কেমন হয় আপু।
বলবেন প্লিজ।
আর মাহমুদও তো আমাদের ব্লগার। তাই রুবাইয়ার খবর না দিলেও তার খবর তো দিতে হয়! তাই মাহমুদের বিয়ের খবর দিতে গিয়ে রুবাইয়ার বিয়ের খবরও দেয়া হয়ে গেছে কি যে করি!
এখন তো একটু দোয়া করুন।
আপনার মতো আমলদার বুযুর্গ আপুর দোয়া অনেক কাজে লাগবে।
আর নাম পুরা দুনিয়াতে ছড়িয়ে গেছে..।
আমার আর কিছু করার নাই।
আলহামদুলিল্লাহ। খুশির খবর শুনে খুশিই লাগছে। বড় ভাই হাফেজ মাওলানা মুফতি মাহমুদ আরিফ এবং ইশরাত জাহান রুবাইয়া আপুকেআমার পক্ষ থেকে একরাশ লাল গোলাপ শুভেচ্ছা!
- See more at: http://lighthouse24.org/blog/post/viewPost/?postid=1630#sthash.o40Ncra6.dpuf
তবে হারিকেনটার আগে ব্যাবস্থা করে নেই।
এক তারিখে বিয়ে চাই<:-P <:-P <:-P
অওন+হারিকেন ভাইয়ার যুদ্ধ চোলছে, যে জিতবে তার বিয়ে হবে
বিয়ে করার মোহর নাই
আগে মোরা মোহর জমাই
দোয়া চাই খান ভাই
একসাথে বিয়ে করতে মোরা চাই।
আর কোনো দাবী নাই।
কিন্তু আজ কালদেখি দোয়া করার জন্য টার্গেট করা হচ্ছে। কবে যে আমি ও টার্গেটর মধ্যে আসবে!!
আপনাকে না পেলে ডিলিট করে দিতাম।
যাক আপনি আসাতে খুউব খুউব সাহস পেলাম নো ডিলিট পোষ্ট।
সবাই আনন্দ করি
ভাইয়া আপনার জন্য স্পেশাল মিস্টি নিয়ে যাবো ইনশাআল্লাহ ।
লাইটহাউজে
ফাতিমা মারিয়াম লিখেছেন : হাহাহা..........খান ভাই আপনি আগে অনুমতি নিয়ে নেনTongue Smug Smug Smug
আর খাওয়ার সাথে সাথে দোয়া চাই তাদের উভয়ের জন্য।
দোয়া করতে ভুল হয়না যেনো।
মিউজিক ছাড়া নাশিদ নিয়ে আসো।
রাখো নামাজের পরে একটা খুব সুন্দর নাত তোমাক দেবো।
শুনে জানিও কেমন লাগলো
আর আপনাকে ধন্যবাদ সংবাদটি শেয়ার করার জন্য।
জাজাকিল্লাহ ভাইয়া।
সবাই ভালো আছেনতো
???
কাচ্চি বিরানি পাইনা....
ঘটক খান ভাই এসিস্টেন্ট হিসেবে আমাকে নিয়েন এর পরের বিয়াতে।
আমি একটু অগ্রিম দিলাম
সাথে একটু বোরহানি
উনাদের জন্য রইল অভিনন্দন ও শুভেচ্ছা।
পোস্ট ও মিষ্টির জন্য আপনাকেও ধন্যবাদ।
একটু চিংড়ি পেলে আরো ভালো লাগতো
শুকরিয়া জানবেন অনেক অনেক।
হা তা বটে দেখো নিচের কোনটা আগে খাবা?
অনেক জাজাকাল্লাহ ভাইয়ামনি ।
ওকে সড়িয়ে দিলাম উপর থেকে ওটা।
কিন্তু তুমি লটকন খাওনা অবাক হলুম
অনন্য এবং মনমুগ্ধকর মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া।
জাজাকাল্লাহ শুকরিয়া খাম্মুনি।
আপনার জন্য
নববিবাহিত দম্পতি কে শুভেচ্ছা জানাচ্ছি--
আপনাকেও শুভেচ্ছা @ অবলা তবলা ভাইয়া।
আমিও লাইনে আছি.।
সেই জুটি গুলোর মাঝে যেনো আমিও থাকি
অনেক ধন্যবাদ ভাইয়া।
খুব খুব মনে আছে আপু আপনাকে
এতদিন কয় ছিলেন ?
কেমন আছেন?
আপনার সুস্থতার জন্য দোয়া রইলো।
ইয়াহু যে খুশি লাগছে
আপনার এত মিষ্টি কিন্তু কোন স্বাদ পাইলাম না৷ টিস্যু পেপারের তৈরী নাতো?
চাচাজান একদম খাঁটি গুগল মামার তৈরি মিস্টি
সরেশ কোন ভেজাল নাই।
একদম গুগল মিস্টি।
খাওয়া দাওয়া হবে।
কোনটা রেখে কোনটা খাই ?/ সবগুলো আমার ....
তবে যে যাই বলুক,মেয়েটার সাহস আছে....সাহস না থাকলে বিয়ে করা যায় না। দুজনই ব্লগার...মানাইছে ভাল....
দোয়া দিলাম বেশী....পরে এসেও মিস্টি খেলাম বেশী ...
তোমাকে দেখে আমি খুউব বিমোহিত হলাম।
হাত বাড়াও হে বন্ধু
খুউব শুকরিয়া জনাব
১ন গাড়িতে ১টু বাড়িতে যেয়ে নেই
মন্তব্য করতে লগইন করুন